• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৭:১৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

নওগাঁয় বিসিক উদ্যোক্তা মেলা শুরু

১৪ মার্চ ২০২৩ দুপুর ০২:৪৮:২৭

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সপ্তাহব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক)উদ্যোক্তা মেলা। ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিসিকের ব্যবস্থাপক শামীম আক্তার মামুন, শিল্পনগরী কর্মকর্তা ওয়াসিম সরকার ও সম্প্রসারণ কর্মকর্তা ওয়ায়েস কুরুনী প্রমুখ।

বাঙ্গবাড়ীয়া মহল্লার স্নেহা বুটিশ হাউজের স্বত্তাধিকারী শামীমা খানম বলেন, পণ্যের প্রচার ও প্রসারের জন্য ২০১২ সাল থেকে বিভিন্ন মেলায় অংশ নেয়া শুরু করি। সবকিছু নিজেই ডিজাইন করি। কারিগররা শুধু সুতা দিয়ে সেলাই করে। ক্রেতারা আগ্রহ সরকারে বাড়ি থেকে পন্য কিনে নিয়ে যায়। আমার অধিনে প্রায় ৪০ জন কারিগর আছে। এ মেলায় ভাল বিক্রি হবে বলে আশাবাদী।

শহরের মাস্টার পাড়া মহল্লার হ্যাভেন ফুডস মালিক মরিয়ম রিনথি বলেন, পড়াশুনার পাশাপাশি বিভিন্ন আইটেমের কেক তৈরি করা হয়। বাসা থেকে অফলাইন ও অনলাইনে সেল করা। কেক নিয়ে কাজ করায় বেশ ভাল সাড়া পেয়েছি। ছোট উদ্যেক্তা হয়ে শুরু করেছি। আশা করছি আরো বড় পরিসরে কাজ করতে পারবো।

মেলায় বুটিকস, হ্যান্ডিক্রাফটস, খাদ্যজাত, মৃৎ শিল্প, সরিষার তেল ও মধু, কেক আইটেম, খেলনা, শো-পিচসহ প্রায় ৩৪ টি অংশ নিয়েছে। এছাড়া বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন রাইডস। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, মেলার মধ্য দিয়ে নতুন উদ্যোক্ত তৈরি হবে। উদ্যেক্তারা তাদের পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরে সরবরাহ করতে পারবে। তাদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারে সেই আশা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬