• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:০৯:৩৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ফকিরহাটে সাইকেল র‌্যালি

১৬ মে ২০২৪ বিকাল ০৩:৫৭:৩৭

সংবাদ ছবি

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি ও কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে বুধবার দিনব্যাপী আরআরএফ ও পিকেএসএফ’র যৌথ আয়োজনে সাইকেল র‌্যালি ও কিশোর-কিশোরীদের নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কৈশোর কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনয়নে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাজী আজহার আলী কলেজের সহকারী অধ্যাপক প্রনয় কুমার ঘোষ, সহকারী অধ্যাপক হালিম শেখ, ফলতিতা শশধর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মজুমদার, ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম শেখ, বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবর রহমান, সহকারী শিক্ষক মো. আসর আলীসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন আরআরএফ’র শাখা ব্যবস্থাপক হিরেন্দ্রনাথ তরফদার ও প্রোগ্রাম অফিসার ইনচার্জ লাতিফা আক্তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫