• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২১:১৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি দায়ে লাখ টাকা জরিমানা

১১ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৮

সংবাদ ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ২ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১১ মে শনিবার সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার কুমিরা ও বাড়বকুণ্ড বাজার এলাকায়েএ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্ব্যাস্থকর পরিবেশে আইসক্রিম তৈরি, অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে গোল্ডেন আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লক্ষ টাকা এবং বিসমিল্লাহ আইসবার ফ্যাক্টরিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় ফ্যাক্টরি দুইটির কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে প্রস্তুত করা আইসক্রিমগুলো জব্দ করে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করার সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিক ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫