• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২৮:৩৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে ঝিলু, আরিফ ও রোকসানার বিজয়

৯ মে ২০২৪ সকাল ০৮:২৪:০৫

সংবাদ ছবি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৮ মে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি৷ দুপুরের পর ভোটার কিছুটা বাড়তে থাকে৷

চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৪১৪২১ ভোট পেয়ে নাসির উদ্দিন আহমেদ ঝিলু বেসরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া প্রতীক নিয়ে ১২০১৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৪৪৩০০ ভোট পেয়ে মোহাম্মদ আরিফুর রহমান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ কুমার মন্ডল মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮১৯ ভোট।  

কলস প্রতীক নিয়ে ২৫১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে রোকসানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপা কবির ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫৫৭ ভোট।

ফলাফল আনুষ্ঠানিকভাবে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ঘোষণা করে এ তথ্য জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল ইসলাম৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫