• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪৭:৪১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনা উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৫ মে ২০২৪ দুপুর ০১:৩১:৪৭

সংবাদ ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

৫ মে রোববার সকাল ১১ টায় জেলা নির্বাচন অফিসার মো. আবদুল হাই আল হাদীর সভাপতিত্বে তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এবং সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন হাওলাদার, মো. জাকারিয়া হোসেন মহারাজ, মো. শাহাদাৎ হোসেন রাজু, মো. আল আমিন হাওলাদার, গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, মো. সাইফুল ইসলাম সরোয়ার ও মো. আলমগীর হোসেন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুমী খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমুন নাহার নাজু ও মোসা. মাজেদা খানম ডলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ সময় প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবনাকারীসহ সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬