• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪২:৪৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর বেতার প্রকৌশলীকে রাঙ্গামাটিতে বদলি

১ মে ২০২৪ সকাল ০৯:২৮:৩১

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহর নানা দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের পর রংপুর থেকে তাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের সরকারি গাছ কেটে আত্মসাত ও অচল জেনারেটর সচল দেখিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রমাণিত হওয়ায় এ প্রকৌশলীকে বদলি করা হয়। দুর্নীতির খবর এশিয়ান টেলিভিশনের অনলাইনে প্রকাশের পর বেতার প্রকৌশলী (আর ই) আবু সালেহকে ৩০ এপ্রিল মঙ্গলবার রাঙামাটিতে পানিশমেন্ট বদলি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার-১ অধিশাখা থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক প্রকৌশলী (আর ই) আবু সালেহকে রংপুর থেকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বেতার কেন্দ্রে বদলি করা হয়েছে। তার কর্মস্থলে ঠাকুরগাঁয়ের আঞ্চলিক প্রকৌশলী মো. জাইফুল ইসলাম আকন্দকে বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে পদায়ন করা হয়েছে। তার বদলির খবর শুনে বাংলাদেশ বেতারের প্রোগ্রাম ও নিউজ শাখা এবং আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ প্রকাশ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।

অফিসের একটি সূত্র জানায়, রংপুর বেতারের আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু বদলি করে চুপ থাকবেন না। কারণ, তার যত অনিয়ম-দুর্নীতি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে তার চেয়েও অনেক বেশি অনিয়ম দুর্নীতির সাথে তিনি জড়িত ছিলেন। এ কারণে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখবেন বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তা জানান, বর্তমান মহাপরিচালক মহোদয় অত্যন্ত নীতিবান। কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করলে কখনো তিনি কাউকে ছাড় দেন না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬