• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৭:২৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাফ নদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় জেলেদের মানববন্ধন

৯ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১২:৫৬

সংবাদ ছবি

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদী খুলে দেওয়ায় জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন নাফ নদী কেন্দ্রীক জীবন জীবিকা নির্বাহ করা হাজার হাজার জেলে পরিবারসহ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির টেকনাফ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে  টেকনাফ উপজেলা চত্বরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রশিদ আহাম্মদের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। মানববন্ধনে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, টেকনাফ পৌর ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি আব্দুল গণি ও সাধারণ সম্পাদক সাইফুল আলম সহ জেলে কমিটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, রোহিঙ্গা ও মাদক আসার অজুহাতে দীর্ঘ ৬ বছর ধরে নাফ নদীতে মাছ শিকার করতে পারছে না স্থানীয় জেলেরা। যার কারণে নাফ নদী কেন্দ্রীক জীবন জীবিকা নির্বাহ করা হাজার হাজার জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রীর বরাবরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬