• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:০৪:৩৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিহাতীতে নদীতে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

১৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১৬:০৯

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মামার বিয়েতে গিয়ে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে দিয়ে নিখোঁজের একদিন পর মাদরাসা শিক্ষার্থী শিশু মাশিয়ানের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিউ ধলেশ্বরী নদীর দশকিয়া ইউনিয়নের খেয়াঘাটের পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এর আগে ১৪ এপ্রিল রোববার দুপুরে উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দশকিয়া এলাকায় নিখোঁজ হয় ওই শিশু। নিখোঁজ মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। সে এ বছর ২০ পাড়া কোরআনের হাফেজিয়া পড়া শেষ করেছে।

কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, এলাকায় নাহিদ হোসেন নামে মামার বিয়ে উপলক্ষে তার ভাগ্নে তাদের বাড়িতে আসে। এ সময় তিন শিশু নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দু’জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর একজন নিখোঁজ হয়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এলাকাবাসী ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে।

দশকিয়া ইউনিয়নের ইউপি সদস্য মজনু জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দশকিয়া খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে মামার বাড়িতে নিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫