• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:১০:৪৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুখালীতে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

৭ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৩৪:২৯

সংবাদ ছবি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে খাদ্য, নগদ টাকা এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনীকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর দেওয়া এসব ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।

এ সময় প্রাথমিক পর্যায়ের ২৭ জন শিক্ষার্থীর মাঝে নগদ এক লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা ও একই সাথে উপজাতি ৩ ছাত্রীকে তিনটি বাইসাইকেল প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যানের মো. ছামসুল আলম বাচ্চু, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা কল্যাণ সাহা, মৎস্য কর্মকর্তা প্রবীর কুমার দাস, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল,  কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান টার্গেট চৌধুরী, মধুখালী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাজাহান হেলাল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫