• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:১৪:০৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

খুলনায় চতুর্থ দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি

৪ মার্চ ২০২৩ সকাল ১১:৩০:৫৬

সংবাদ ছবি

খুলনা প্রতিনিধি : খুলনায় চতুর্থ দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আজ আবারও বৈঠকে বসবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে দ্রুত এই কর্মবিরতি প্রত্যাহার হবে বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে শুক্রবার রাত সাড়ে এগারোটায় তিনি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।  

খুলনা সার্কিট হাউজে শুক্রবার রাত ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘন্টা বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

অপরদিকে, খুলনা বিএমএর সভাপতি ডাক্তার বাহারুল আলম জানিয়েছেন, চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের কোন সিদ্ধান্ত এখনও হয়নি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সমাধান ছাড়াই শেষ হয়েছে খুলনায় চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের বৈঠক। ফলে চলামান চিকিৎসক কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬