• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৫৬:২৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোবিন্দগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

৩১ মার্চ ২০২৪ সকাল ০৮:১৯:০০

সংবাদ ছবি

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার ভুট্টা ক্ষেত থেকে শ্রী জিৎ চন্দ বাদ্যকার নামের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জিৎ চন্দ্র বাদ্যকার স্থানীয় হরিতলা বাজারের সেলুন ব্যবসায়ী ও বাদ্যকার পাড়ার রনজিত কুমারের ছেলে।

২৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। খোঁজাখুঁজির পরে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। পরে ৩০ মার্চ শনিবার বিকেলে জমি দেখতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে একই গ্রামের শ্রী মিলনের ছেলে বিশ্ব জিৎ, বিশ্ব নাথ, শ্রী বাটালুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬