• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৪৭:৫১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

২৪ মার্চ ২০২৪ রাত ০৮:০৯:৪১

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কলেজ ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় রিপন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। একই সাথে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

২৪ মার্চ রোববার বিকেল ৩টায় জয়পুরহাট সদর থানর পলিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন উপজেলার দক্ষিণ চকজদু গ্রামের মাহতাব আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি ওই কলেজ ছাত্রীকে তার বাড়ির সামনে থেকে রিপন জোরপূর্বক মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এক পর্যায়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দয়ের করেন।

অভিযোগের পর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জয়পুরহাট সদর থানার পলিবাড়ি এলাকা থেকে অপহরণকারী রিপনকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬