• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৭:০৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলবে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে

১ মার্চ ২০২৩ বিকাল ০৪:৩১:৪১

সংবাদ ছবি

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা এলাকায় রাস্তা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। পিবিআইয়ের একটি চৌকস টীম দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

অজ্ঞাত যুবক নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষীপুর মুন্সীবাড়ির জহুরুল  ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন(৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টায় মতলবের গৌরীপুর পেন্নাই সড়কের পশ্চিম নাগদা বিদ্যুতের সাব স্ট্যাশন সংলগ্নে একটি পরিত্যক্ত রাস্তায় অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দক্ষিণ থানা পুলিশসহ পিবিআই ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও লাশের বিভিন্ন  বিষয়ে  তদন্ত করেন। তখন লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম লাশটি দাফন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬