• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪৯:১৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামে অটোভ্যান চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

১৭ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:০৬

সংবাদ ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া রশিদ ডিলারের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৭ মার্চ রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আটকরা হলো- বড়াইগ্রামের কয়েনবাজার মশিন্দা এলাকার মৃত বাহার মন্ডলের ছেলে কামরুজ্জামান মন্ডল (৫০) এবং রাজশাহীর বোয়ালিয়ার বাজে কাজলা গ্রামের মৃত নুর উদ্দিন মোল্লার ছেলে কামরুল মোল্লা (৫০)।

জানা যায়, মঙ্গলবার সকালে আসামীদ্বয়সহ চারজন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে সবুজ নামের একজনের অটোভ্যান ভাড়া করে বনপাড়া নিয়ে আসে। বনপাড়া রশিদ ডিলারের মোড়ে গাড়িতে মালামাল নেবার কথা বলে দুইজন অটোভ্যান চালককে গাড়ি থেকে একটু দূরে নিয়ে যায়। অপর দুইজন গাড়ি নিয়ে পালাতে গেলে অটোভ্যান চালক হঠাৎ দেখে চিৎকার করে। পরে জনগন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নাটোর জেল আদালতে প্রেরণ করা হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গ্রেফতাররা আন্তঃজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬