• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৭:০৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাদেবপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, আটক ১

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৭:৩৮

সংবাদ ছবি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক শিশু শিক্ষার্থীকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থানায় মামলা করেছেন ওই শিশুটির বাবা। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় মামলার একমাত্র আসামি বাগডোব (উত্তরপাড়া) গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইছাহাক আলীকে (৫৫) আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ইছাহাক আলী ও তার স্ত্রী বাড়ির পাশের একটি লাউয়ের ঝাংলায় কাজ করছিলে। সে সময় প্রতিবেশী ওই শিশুটি মূলা নেয়ার জন্য ইছাহাক আলীর কাছে গেলে ইছাহাক আলী মূলা দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ি এসে পরিবারের লোকজনকে বিষয়টি খুলে বলে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ইছাহাক আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর ওইদিনই আসামিকে আটক করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬