• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৮:৪৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাণীনগরে কৈশোর মেলা অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:২৮

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কৈশোর মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি রোববার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৈশোর কর্মসূচির অংশ হিসেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোহিতায় মেলাটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী।

দিনব্যাপী এ মেলায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন কিশোর-কিশোরী ও ক্লাবের তিন শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে।

মেলার প্রথম ভাগে ক্লাবের সদস্যরা দেয়াল পত্রিকা, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে। এছাড়া মেলার দ্বিতীয় ভাগে নৃত্য, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

মেলা শেষে মৌসুমীর উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় বিজয়ী সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, মৌসুমীর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬