• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:১৩:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় সেলুন দোকানিকে হত্যার ঘটনায় মামলা

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১১:০৪

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামে সেলুন দোকানিকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে নিহতের ছোট ভাই অধীর শীল বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। হত্যাকাণ্ডের পর থেকেই এর রহস্য উদঘাটন এবং হত্যার সাথে জড়িতদের ধরতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার দিনগত রাতে সরফভাটা ক্ষেত্রবাজারের নিজের সেলুন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন সন্তোষ কুমার শীল। বাজার এবং বাড়ির মাঝখানে বিলের মাঝে তার মরদেহটি পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়। তিনি ক্ষেত্রবাজারের পার্শ্ববর্তী ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, কি কারণে তিনি খুন হলেন তা এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে তার সাথে পারিবারিক কিংবা ব্যক্তিগত কারো সাথে বিরোধ ছিলো না। তবে এই হত্যাকাণ্ডের ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মামলার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, নিহতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের আসামি করে মামলাটি করেন। তবে আমরা এই হত্যার রহস্য উদঘাটনে সিসিটিভি ক্যামরা ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন খুটিনাটি বিষয় খতিয়ে দেখছি, সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করছি। দ্রুততম সময়ে জড়িতদের যাতে চিহ্নিত করা যায়, সেই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫