• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৮:৪৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-কালিগঞ্জ লঞ্চ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১০ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:২০:১৭

সংবাদ ছবি

ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণ।

১০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) লঞ্চের যাত্রীদের কাছ থেকে সারাদেশের নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এসব লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে সর্বনিন্ম ৫০০ থেকে ৮০০ টাকা ভাড়া আদায় করছে, যা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি; প্রায় দিগুন। অথচ ঢাকা-বরিশাল, ঢাকা- ভোলা, ঢাকা-পটুয়াখালী, ঢাকা-ঝালকাঠিসহ অন্যান্য নৌ-রুটে সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হয়।

এসময় বক্তারা আরও বলেন, ঢাকা-কালিগঞ্জে ১০-১২ টি লঞ্চ নিয়মিত আসা যাওয়া করে। অন্যান্য লঞ্চ ঘাটে যতটুকু সময় অবস্থান করে, তার চেয়ে অনেক কম সময় লঞ্চগুলো ঘাটে থাকায় যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চে উঠার কারণে নিত্যদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্ধারিত সময়ের কমপক্ষে ২০ মিনিট পূর্বে লঞ্চ কালিগঞ্জ ঘাটে রাখার সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি তারা দাবি জানান, সরকার নির্ধারিত ভাড়া নেয়া হোক। এই দাবি না মানলে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।

এছাড়াও লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ, লাশ নেয়ার ব্যবস্থা রাখা, শিশুদে ভাড়া না নেয়ারও দাবি জানান তারা।

মানববন্ধন বাস্তবায়নের সমন্বয়ক পারভেজ হওলাদার, রুবেল তালুকদার ও গণমাধ্যম সমন্বয়ক মোমিন মেহেদীর সঞ্চালনা ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন মিজানুর রহমান আরজু, মোঃ জসিম, অ্যাডভোকেট রুবেল চৌধুরী, তানভীর রানা, সুজা উদ্দিন রাহাত, মোঃ আনিস, তারেক সিকদারসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬