• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৩০:০০ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

২৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৫:৩৬

সংবাদ ছবি

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকায় প্রাইভেটকার ও সিএনজির মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোণার কলমাকান্দা সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোণা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও সিএনজির চালকসহ ৮ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয়রা এসে আহতের উদ্ধার করেন। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এবার ভারতে আন্দোলন শুরু
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৩:৫২


সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:২৩



সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২