ফরিদপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরও চার জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।নিহতদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের পূর্বসরদী গ্রামে। নিহতরা হলেন, কবিরুল ইসলামের ছেলে রায়ান (৩); রায়ানের মা রিমু আক্তার; রায়ানের নানি নুরজাহান (৫০) এবং অজ্ঞাত এক পুরুষ যাত্রী।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন চার জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।