• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:১৯:১৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় উৎসব মুখর পরিবেশে শেষ হলো ভোটগ্রহণ

৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২৩:৫৯

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলায় উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ। ৭ জানুয়ারি রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

ভোরে শীতের মধ্যে কেন্দ্রেগুলোতে কম ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়ে চোখে পড়ার মতো।   

এর আগে, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় ব্যালট পেপার। দুর্গম এলাকায় ব্যালট  গত ৬ জানুয়ারি পৌঁছানো হয়। মোংলা উপজেলায় ৪৮টি কেন্দ্রের ভোট দিছেন ভোটাররা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, তরুণেরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন। পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে।

মোংলা উপজেলার বিভিন্ন কেন্দ্রের  প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ভোটারদের উপস্থিতি বেশি।তারা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। এছাড়াও বয়স্করাও ভোট দিতে আসছেন দলে দলে। সুষ্ঠু ও নিরপক্ষ হচ্ছে প্রতিটা কেন্দ্রের ভোট গ্রহণ।

মোংলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে আছে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। এখানে ভোটার আছেন ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ১৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৭১৮ জন। আসনটিতে এবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫