• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ১১:২২:৫২ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উলিপুরে জাল ভোট দেয়ায় যুবকের ৫ বছর জেল

৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৮:৪৩

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেয়া হয়েছে।

৭ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১২টার দিকে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ে ১১১নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা কুড়িগ্রাম-৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাহাতাব হোসেন দোষ স্বীকার করায় বিচারক তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজা জানান, গ্রেফতার মাহাতাব হোসেন এবং প্রত্যাহার প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬