• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩২:০৭ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাতীবান্ধায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ জনের বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৪:০২

সংবাদ ছবি

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নৌকার প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গনের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৬ জানুয়ারি শনিবার বিকালে নিদের্শনা পাওয়ার বিষয়টি গণমাধ‌্যমকে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ উল‌্যাহ।

এর আগে, শুক্রবার রাতে নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ও থানায় নিয়মিত অভিযোগ দায়েরের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশ পত্রে উল্লেখ করা হয়েছে, আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিস তৈরিতে বাধাসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে আচারণবিধি লঙ্ঘন হয়েছে।  

ওই পত্রে আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ যাদের নাম রয়েছে তারা হলেন, ফেরদৌস হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, হাসান আলী, আসাদ হোসেন, নুরুন্নবী, রবিউল ইসলাম খান, শফিক হোসেন, শাহেদুল ইসলাম, এসকে, শহিদুল ইসলাম, ওমেদ আলী, রাজন মিয়া, রাশেদুল ইসলাম রানা, রুবেল, ইলিজা বেগম, রেনুকা বেগম রেনু, নুরুনব্বী ও এরশাদ।

আবু বক্কর সিদ্দিক শ্যামল আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, মামলা করতে নির্বাচন কর্মকর্তাকে নিদের্শ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬