• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৩:১৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় বিজিবি-বিএসএফের মাঝে ফুল-মিষ্টি বিনিময়

২১ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৭:৪৪

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিজিবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফের মাঝে ফুল ‍ও মিষ্টি বিনিময় করা হয়েছে। দিবসটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২০ ডিসেম্বর বুধবার বিকেলে আখাউড়া চেকপোষ্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়।

৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি আখাউড়া আইসিপি এবং ভারতের ত্রিপুরার ৪২ ব্যাটালিয়ন বিএসএফ আগরতলা আইসিপির মধ্যে যৌথ এ প্যারেড অনুষ্টিত হয়।

প্যারেড শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. শরিফুল ইসলাম মেরাজ এবং বিএসএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমানডেন্ট কে এস ন্যাগী ফুল-মিষ্টি বিনিময় করেন।

এ সময় কর্ণেল মো. শরিফুল ইসলাম মেরাজ বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এ ধরনের অনুষ্ঠান আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম।

তিনি বলেন, এ এলাকায় বর্তমানে সীমান্ত হত্যা প্রায় শূন্যের কোটায়। গত এক বছরে একটি সীমান্ত হত্যার ঘটনাও ঘটেনি। এটা আমাদের দুই বাহিনীর মধ্যে যে সুসম্পর্ক তারই বহিঃপ্রকাশ। এ ধরনের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

বিএসএফের আপত্তিতে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শরিফুল ইসলাম মেরাজ বলেন, এটা অচিরেই শুরু হয়ে যাবে। মন্ত্রণালয় পর্যায়ে কথাবার্তা চলছে। অচিরেই এ ব্যপারে সিদ্ধান্ত পেয়ে যাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়েনের উপ-অধিনায়ক মেজর এ এম জাবের বিন জব্বার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারসহ বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬