• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৩৫ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২

২১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:২৫:১৮

সংবাদ ছবি

কালাই (জয়পুরহাটে) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় ভ্যানে থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যান চালক রফিকুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান।

২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ বিষয় নিশ্চিত করেছেন কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম।

এছাড়া আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২) ও মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তারা একটি ব্যাটারী চালিত ভ্যানযোগে কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লড়ি পিছন থেকে এসে তাদের ভ্যানে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে উল্টে যায়।

এ সময় ভ্যান চালকসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন।

আর আহত তিনজনের মধ্যে ভ্যান চালক রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যায়।  

কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১



সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১