• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:৫৪:২২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২৫:৪৭

সংবাদ ছবি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন কমিশন ও হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৯ ডিসেম্বর মঙ্গলবার জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এর আগে, ১৮ ডিসেম্বর সোমবার জাহাঙ্গীর আলম সরকারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। তার রিট খারিজ করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে শুনানি করেন প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার তানজীবুল আলম। এ মামলায় অ্যামিক্যাস কিউরি হিসেবে আদালতে মতামত দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম, মুরাদ রেজা ও অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও পরে ১৩ ডিসেম্বর কুমিল্লা-৩ আসনে জাহাঙ্গীর আলম সরকারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় ইসি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম সরকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬