• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪৮:১২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনাইমুড়ীতে নামাজের সময় তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালংকার চুরি

১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২৬:৩০

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি জুয়েলারি দোকানে জুমার নামাজের সময় তালা কেটে ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে ।

১৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়ের্লাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।  

আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভিতরে ঢুকে ৩০-৩৫  ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করেছে। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙ্গে দোকানে ঢুকে যায়। দোকানে মালিক বলছেন, ৩০-৩৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ।  

উল্লেখ্য, এর আগে ৮ ডিসেম্বর শুক্রবার ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশ প্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই এমন ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬