• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:০৪:১৪ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ম্যাজিস্ট্রেট আসার খবরে সৈয়দপুরে পেঁয়াজের দাম কমলো ৮০ টাকা

১১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৮:১১

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে আসার খবরে কেজি প্রতি ৮০ টাকা কমলো পেঁয়াজের দাম।

১১ ডিসেম্বর সোমবার সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাইকারি বাজার মনিটরিং করতে এলে ভয়ে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন। যেখানে পেঁয়াজ ১৯০ থেকে ২০০ বিক্রি করা হচ্ছিল, সেই একই পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করলেন ব্যবসায়ীরা।

নীলফামারী জেলার সবচেয়ে বড় পাইকারি বাজারটি সৈয়দপুরের বাইপাস সড়কের পাশে অবস্থিত। সেখানে পেঁয়াজের কেজি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছিল। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। এর প্রভাব পড়ে খুচরা বাজারে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি ১২০ টাকায় নেমে আসে। এসময় পেঁয়াজ মজুদকারীরা পালিয়ে যায়।  

সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবার কেউ এমন কাজ করলে কঠিন বিচার করা হবে।

অভিযানের সময় সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬