• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০১:২৯:৫৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে ১ হাজার শিক্ষার্থী পেল শীতবস্ত্র-স্কুল ব্যাগ

১০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৯:৩৭

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসার ১ হাজার শিক্ষার্থী শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ পেয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ  উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার বিরাট অঙ্কের এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে সম্মাননা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬