• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৩:৫১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে ৯ দিন পরে পাহাড়ে মিললো টমটম চালকের মরদেহে

২১ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭:১৩

সংবাদ ছবি

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং- শামলাপুর ঢালার মধ্যখানের গহীন পাহাড়ের পাদদেশ থেকে মোহাম্মদ (২০) নামে এক ব্যক্তির মরদেহে উদ্ধার করেছে পুলিশ।

২১ জানুয়ারি শনিবার দুপুরে বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ পেশায় একজন অটোরিক্সা চালক। সে হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, গত ১২ জানুয়ারি মোহাম্মদ অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেন নি। এরপর থেকে তার পরিবার তাকে পেতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি  করলেও তার কোনো সন্ধান মিলেনি। অবশেষে প্রায় ৯দিন পরে পাহাড়ে কাজ করতে যাওয়া কৃষককেরা পাহাড়ে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বলে জানায়।

নিখোঁজ মোহাম্মদের পরিবার খবর পেয়ে ওই স্থানে এসে এসে তাকে শনাক্ত করেন।

নিহতের চাচাত ভাই মোঃ নুর জানান, আমার ভাইকে ভাড়ার কথা বলে ৪জন অপহরণকারি যাত্রী সেজে ৯দিন আগে হ্নীলা স্টেশন থেকে নিয়ে গেছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা ঘটনা স্থলে এসেছি। পরিবার মরদেহটির পরিচয় শনাক্ত করেছে। মরদেহ থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬