• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:০৭:০১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে আনারসের মান উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা

২৪ নভেম্বর ২০২৩ সকাল ১০:৫৬:০৭

সংবাদ ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: লাল মাটির মধুপুর গড় অঞ্চলের আনারসের গুণগত মান উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সোসাইটি ফর সোসাল সার্ভিসের আয়োজন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইসি) এর আওতায় উত্তম কৃষি কলাকৌশল অনুশীলনের মাধ্যমে মধুপুর অঞ্চলে আনারসের গুণগত মান উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন সোসাইটি ফর সোসাল সার্ভিসের এসইপি প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সরকার।

মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সোসাইটি ফর সোসাল সার্ভিস ঘাটাইলের এরিয়া ম্যানেজার শহীদ মিয়া, মধুপুর শাখার পরিবেশ বিষয়ক কর্মকর্তা তাপস কুমার পাল, কৃষক ছানোয়ার হোসেন, শামসুল আলম প্রমুখ।

কর্মশালায় মধুপুর অঞ্চলের নিরাপদ আনারস চাষে উত্তম কৃষি কলাকৌশল অনুশীলনের মাধ্যমে গুণগত মান উন্নতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা নিরাপদ আনারস চাষ করার বিভিন্ন সফলতার কথা তোলে ধরেন। এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলে এ অঞ্চলের কৃষকরা নিরাপদ আনারস চাষে এগিয়ে আসবে এবং উন্নত কলাকৌশল প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শিখতে পারবে বলে কৃষকরা মতামত ব্যক্ত করেন।

কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও সোসাইটি ফর সোসাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫