• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৯:৪০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাড্ডায় ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষককে আটক করেছে পুলিশ

১৩ নভেম্বর ২০২৩ সকাল ১০:১৫:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় পাঁচ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভিক্টিমের মা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত ধর্ষক রুবেলকে (২৩) আটক করেছে পুলিশ।

ধর্ষক রুবেল নারায়ণগঞ্জ রূপগঞ্জের সনপাড়ার ইয়াসিনের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর রোববার বাড্ডা থানাধীন ডিআইটি প্রজেক্ট এলাকায় ।  

ভিক্টিম শিশুটির ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ঘটনার দিন তার মা শিশুটিকে তার খালার কাছে রেখে হাসপাতালে যান। এ সুযোগে অভিযুক্ত রুবেল (২৩) ভিক্টিমকে চকলেট দেয়ার কথা বলে একটি রিকশার গ্যারেজে নিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় পরে ১১ নভেম্বর শনিবার ভিক্টিমের মা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে বাড্ডা থানার এসআই সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই শাহ আলম খলিফা ও এএসআই রুহুল আমিনসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে আসামিকে ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে ধর্ষক রুবেলকে জামালপুর সদর থানার বগা বাড়ি এলাকা থেকে শনিবার রাতে আটক করে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬