• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৯:৫৩ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়গঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ: ১ বন্দুকধারী আটক

৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩:১১

সংবাদ ছবি

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে গুলি ছোড়ার ঘটনায় ১ বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর সোমবার এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ধামাইমগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেলের সাথে একই ইউনিয়নের আমিনুল ইসলাম পান্নার ছেলে এহসানুল হক আবীরের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এক পর্যায়ে ৭ নভেম্বর সকাল ১০ টার দিকে আহসান হাবিব সোহেল ও তাঁর শ্রমিকরা বিবাদমান জায়গায় নির্মাণ কাজ করতে যায়। এ অবস্থায় আহসান হাবিব সোহেল ও এহসানুল হক আবীরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আহসান হাবিব সোহেল কে লক্ষ্য করে গুলি ছোড়ে এহসানুল হক আবীর। ঘটনার পর ভুক্তভোগী আহসান হাবিব সোহেল থানায় খবর দিলে পুলিশ অস্ত্রসহ এহসানুল হক আবীরকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আহসান হাবিব সোহেল বাদী হয়ে রায়গঞ্জ থানায় ১ টি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক এহসানুল হক আবীরকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬