• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:০৩:৪০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

৭ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩:১৯

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বাড়ির সেফটি ট্যাংকে মাটি চাপা অবস্থায় চিন্তা মনি (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ নভেম্বর সোমবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার মধ্যে পাড়ায় সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ ছেলে নেপাল, নাতি জীবন ও মেয়ে জামাই মুকুলকে আটক করেছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিন্তা মনি পৌর শহরের দুই নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন। গত ৫ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে মাটি ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মাটি সরালে চিন্তা মনির মরদেহ দেখতে পাওয়া যায়। সেপটিক ট্যাংকের পাশেই টিউবওয়েল ও রান্নার চুলা ছিল। টিউবওয়েলের ব্যবহৃত পানি সেই সেপটিক ট্যাংকে গিয়ে পড়ত।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬