• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৯:০৭ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে ইজতেমার সমাপ্তি

২৮ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৮:৪৩

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের ইজতেমা। এতে জনকল্যাণে মোনাজাত করেন তাবলিগ জামাত ঢাকার মাওলানা সাইদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন সিংগাপুর, ইন্দোনেশিয়া, শ্রিলংকা, সৌদিআরবসহ বাংলাদেশের একাধিক তাবলিগ জামাতের আমির।

এ ইজতেমায় অংশ নেন নীলফামারী ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা মুসল্লিরা। তাবলিগ জামাতের এই ইজতেমাকে বলা হয় হজ্বের পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জামাত। প্রতি বছরই নীলফামারীর টেক্সটাইল মাঠে আয়োজন করা হয় এই ইজতেমা এবং সেখানে লাখ লাখ মুসলিম এসে যোগ দেয়। ৩ দিন ধরে সৃষ্টি কর্তার ইবাদত এবং সর্বশেষ দেশ ও বিশ্ব মানব কল্যানে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয়।

২৬ অক্টোবর শুরু হয়ে ২৮ অক্টোবর শনিবার দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মোনাজাত করা হয়। এ মোনাজাতে শুধু ইজতেমার মাঠেই নয় এর আশপাশের সড়ক, বিভিন্ন অলিগলিতে বসে মোনাজাতে অংশ নেয় কয়েক লাখ মুসলিম। এর আগে ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩২:১১