• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১১:৪৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শারদীয় উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

১১ অক্টোবর ২০২৩ সকাল ১০:৩৪:৫৪

সংবাদ ছবি

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে দূর্গা দেবীর প্রতিমা। কারিগররা প্রতিমার গায়ে বিভিন্ন ডিজাইন ও কারুকার্য ফুটিয়ে তুলছেন মাটি, খড় এবং শুতলির সাহায্যে। প্রতিটি মন্দিরের জন্য তৈরি করা হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইনের প্রতিমা ।

ডিজাইনের উপর ভিত্তি করে মজুরি নিচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।

রৌমারী রাজীবপুর ৭টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসব হবে। মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহা বলেন, পূর্বের উৎসবগুলোর চেয়ে এবারের পূজা উৎসবটা ভিন্নরকম এবং সৌন্দর্য মন্ডিত হবে আশা করি। আমাদের প্রতিমা সবচেয়ে বিলাসবহুল এবং সবদিক দিয়ে সেরা হবে।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫




সংবাদ ছবি
রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:১৬