• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২৩:৪৯ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদে পাস হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে নামের পাশে ডাক্তার না লেখার নোটিশের প্রতিবাদে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি চিকিৎসকরা।৩০ আগস্ট শনিবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ মানববন্ধর কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল্যাহ বেগ, সহকারী অধ্যাপক ডা. মো. ফিরোজ আহাম্মদ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদ হাসান, সহকারী অধ্যাপক ডা. সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক, ডাক্তার পারভীন আক্তার প্রমুখ।বক্তারা বলেন, ১৯৮৩ সালে অর্ডিনেন্সের মাধ্যমে প্রথম এবং ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পাশে ডাক্তার লেখার অনুমতি মেলে। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। গত ১০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরূপ চিঠি এসেছে। যা প্রত্যাহারের আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসকগণ বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাশকৃত আইন" বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩" অনুসরণ করেন। যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। অপরদিকে BMDC আইন-২০১০ অনুসরণ করেন অ্যালোপ্যাথিক (MBBS এবং BDS) চিকিৎসকগণ।তারা বলেন, ২০২৩ এর ২(১৩) উপধারা মতে, "হোমিওপ্যাথিক চিকিৎসক (Homoeopathic Doctor)" অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডা. (ডাক্তার)। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারামতেও "চিকিৎসক অর্থ- MBBS, BDS, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও ভেটেনারী চিকিৎসকগণ।