হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় থানায় সাধারণ ডায়েরি করেন। হারানো ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। এসপি কার্যালয়ের আইসিটি শাখা হারিয়ে যাওয়া ওই ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেন।২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স), এটিএম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।উদ্ধার ৬০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩টি, স্যামস্যাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি , ওয়ালটন ১টি, সেম্ফনি ১টি, মটোরোলা ৩টি, জিডিএল ১টি, নাথিং ১টি ও গুগল পিক্সেল ১টি।এসপি ফারজানা বলেন, ‘প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি হয়েছেন।’