• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:২৬:৪২ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জয়পুরহাটে ভারত সীমান্ত থেকে ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে  ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে ২০ বিজিবি সদস্যরা।৬ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।  বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া  এলাকায় টহল দেওয়ার সময় এক নারীকে ঘোরাফেরা করতে দেখতে পাই। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে।উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।