মৌসুমের প্রথম তরি ভাসলো সেন্টমার্টিনের পথে
কক্সবাজার প্রতিনিধি: চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।১ ডিসেম্বর সোমবার সকাল সাতটা ১০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ছড়া বিডাব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস, সাড়ে সাতটায় বারো আউলিয়া এবং আটটায় কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন নামে তিনটি জাহাজ ছেড়ে গেছে।জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, পূর্ব প্রস্তুতি অনুযায়ী সেন্টমার্টিন যাত্রা করেছে পর্যটকবাহী জাহাজগুলো। পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে সরকারের নির্দেশনা মেনে পর্যটকরা যাচ্ছেন। যাত্রী সঙ্কটে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ ছাড়েনি।এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘাটে এসে উপস্থিত হন। এরপর ট্রাভেল পাস দেখিয়ে ওঠেন সেন্টমার্টিনগামী জাহাজে। ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্টমার্টিন রাত যাপন করতে পারবেন।নভেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি পেলেও রাত যাপনের নিষেধাজ্ঞা থাকায় যাত্রী সঙ্কটে জাহাজগুলো ছাড়তে পারেনি।