• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:১৭:২৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে শুরু হলো কদম রসুল সেতুর কাজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষা নদীতে কাঙ্ক্ষিত শহর ও বন্দরের সংযোগ কদমরসুল সেতুর টেস্ট পাইলিং এর মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।৩ ডিসেম্বর বুধবার বিকেলে চারারগোপ এলাকায় দেলোয়ার টাওয়ারের বরাবর সেতুর পিলার নির্মাণে টেস্ট পাইলিংয়ের জন্য রডের জাল ঢুকানো হয়।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহর এবং বন্দরের মাঝে সংযোগ সেতু নির্মাণের দাবি ছিলো দীর্ঘদিনের। সেই দাবির প্রেক্ষিতে ২০১৭ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ২০১৮ সালে একনেকে প্রকল্পটি পাশ হয়, পরবর্তীতে ভূমি অধিগ্রহণ ও নানা জটিলতায় কাজ থেমে থাকে। চলতি বছর ২০২৫ সালের ১৩ জুলাই সেতুর ওয়ার্ক অর্ডার পাশের পর সাইট ক্লিয়ারিং কাজ শুরু হয়। অবশেষে টেস্ট পাইলিং এর মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে কদমরসুল সেতুর কাজ শুরু হয়। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় সেতুটি নির্মাণ হবে।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক রায়হান কবির, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসগর হোসেন, এলজিইডি প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, কদম রসুল সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী হরিকিংকর মোহন্ত, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বন্দর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও বন্দর উন্নয়ন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা প্রমুখ।