বিএনপি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ফলশ্রুতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।৫ ডিসেম্বর শুক্রবার চতুর্থ দিনের গণসংযোগে মাতামুহুরি উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতি, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। বিএনপি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ করতে বদ্ধপরিকর। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি।মাতারবাড়ি গভীর সমুদ্র নির্মাণের পরিকল্পনা বিএনপির উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে এক থেকে দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে।গণসংযোগকালে মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও পরে পরে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল ইসলাম চৌধুরীর জানাজায় অংশ নেন।