চাটমোহরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।৪ ডিসেম্বর বৃহস্পতিবার আসামি মালেক মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ৩ ডিসেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত আসামি।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিলচলন ইউনিয়নের বোথঁর গ্রামের ইনতাজ মণ্ডলের ছেলে মানিক মন্ডল। তিনি ওই মামলার যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে গাজীপুর উপজেলার জয়দেবপুর এলাকায় বসবাস করত। চাটমোহর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বুধবার আটক করেন।পুলিশ আরও জানায়, আসামি মালেক মন্ডলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।