• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:০৬:৩১ (11-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চঁাদাবাজির অভিযোগে দুই ভাই আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চঁাদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুইভাইকে আটক করেছে পুলিশ।৬ আগস্ট বুধবার বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার আসান বাড়ি এলাকার জেলহাজ্ব প্রামাণিকের ছেলে।  সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে যায়। পরে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবী করেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।প্রাথমিকভাবে, গ্রেফতার দুই ভাই স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছেন।