• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৩২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তিতুমীর কলেজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি: প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিল ও সরকারি তিতুমীর কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ হয়।জানা যায়, বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী ও আহ্বায়ক ইমাম হোসাইনের অনুসারী।শিক্ষার্থীরা বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুলিং পদ্ধতি চালু করা হলে রাজধানীর সরকারি সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে। যা আমরা কখনোই চাই না।শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাত কলেজের প্রতিনিধি হিসেবে আমরা যখন মন্ত্রণালয়ে যাই। সেখানে আমাদের আশ্বস্ত করা হয় যে কলেজগুলো তাদের নিজস্ব পরিচয় ও স্বাতন্ত্র্য বজায় রেখেই পরিচালিত হবে। কিন্তু আমরা আলোচনাস্থল থেকে বের হয়ে আসার পর আবারও স্কুলিং পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।তাদের দাবি, সাত কলেজের সেশনজটসহ বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধান করা হোক। তবে স্কুলিং পদ্ধতির কোনো নতুন বিশ্ববিদ্যালয় যেন চালু করা না হয়।