• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:০৬:২৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সারের সংকটের প্রতিবাদে নলডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সার সংকটে দিশেহারা হয়ে কৃষকের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।বাজারে বাজারে ডিলারের দোকানে ঘুরেও সার না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। তাই বাধ্য হয়ে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মাধনগরে কৃষক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সেখানে শতাধিক এলাকাবাসী ও কৃষকরা উপস্থিত ছিলেন।বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সার সংকট নিয়ে কৃষকদের চরম হতাশা। সারের জন্য কৃষক উপজেলার বিভিন্ন বাজারে সারের দোকানে দোকানে গিয়েও সংগ্রহ করতে পারেনি।সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে, সার সিন্ডিকেড নিয়ে প্রতিবাদী পোষ্ট।কৃষক ও এলাকাবাসী, ফরিদুল ইসলাম, মাসুদ রানা, রফিক প্রামানিক, বরকত মন্ডল বলেন, তারা ঘুরে ঘুরেও সার পাননি। এভাবে সংকট চলতে থাকলে আবাদ ব্যাহত হবে, ফসলের ফলন কমবে বলে তিনি আশঙ্কা করেন। আবার সরকারী মূল্যের চাইতে প্রতি বস্তায় ৬০০/৭০০ টাকা দিয়ে সার সংগ্রহ করে কোন রকম আবাদ করতে হচ্ছে। সার সরবরাহ না থাকলে অনেক কৃষক আবাদ করতে পারবে না। এতে জমি পতিত থাকবে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘাটতি হবে। এতে জাতীয় ভাবে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা। কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রসাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হেসেন জানান, কৃষকরা যাতে সঠিক ভাবে সার পায় এবং সঠিক মূল্য নেওয়া হয়। সে ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে রয়েছে। কৃষকরা যাতে সঠিক ভাবে ফসল ফোলাতে, সেজন্য বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরন করা হচ্ছে। সারের দাম বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান বলেন, কৃষকরা সঠিক সময়ে এবং সঠিক মূল্যে যেন সার পায়। বিস্তারিত সংশিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।