• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৭:৪২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নাজমা ও ফারুক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে (প্রাথমিক) বিদ্যালয়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার ও ফারুক আহম্মদ মজুমদার।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২৫ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলার ৪টি ক্লাস্টারের প্রধান শিক্ষক ৪ জন ও সহকারী শিক্ষক ৪ জন প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হন। এরমধ্যে উপজেলা পর্যায়ে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন।১০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮ জন শিক্ষকের মৌখিক পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে দুজনকে নির্বাচিত করা হয়।এসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার গুণী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, উপজেলা পর্যায়ে আমি শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। আশা করি জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়েও গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া কামনা করছি।শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আশা করি, শাহরাস্তির সুনাম রক্ষার্থে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবো ইনশাল্লাহ। আমি সকলের দোয়া কামনা করছি।