• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৫৮:১০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শীতকালীন অভিযানে এবারও হিমালয়ে যাচ্ছেন ৪ বাংলাদেশি নারী

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ধারাবাহিকতায় এবারও নারীদের শীতকালীন পর্বত অভিযান আয়োজন করতে যাচ্ছে পর্বতারোহন ক্লাব ‘অভিযাত্রী’।‘সুলতানার স্বপ্ন অবারিত’ প্রতিপাদ্যে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের নেতৃত্বে নারীদের দলটি এবার যাচ্ছে নেপালের অন্নপূর্ণা রেঞ্জে।২৬ নভেম্বর বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে পতাকা তুলে দেয়া হয় অভিযাত্রীদের হাতে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব কালচার কিযী তাহনিন।দলনেতা নিশাত মজুমদারের নেতৃত্বে এই দলের অন্য অভিযাত্রীরা হলেন ইয়াছমিন লিসা, তহুরা সুলতানা রেখা ও ট্রেক উইথ নিশাত ২০২৫ বিজয়ী নুসরাত জাহান ফাবিহা।অনুষ্ঠানে অভিযানের বিস্তারিত তুলে ধরেন দলনেতা নিশাত মজুমদার। ৬ হাজার মিটার উচ্চতার পিসাং পিক ও ৫ হাজার মিটার উচ্চতার রাক্সিং পিকের উদ্দেশে আগামী ২৮ নভেম্বর নারী দলটি নেপালের উদ্দেশে রওয়ানা হবে।বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের কালজয়ী সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত হয়ে গতবছর প্রথমবারের মত নারীদের শীতকালীন অভিযান অনুষ্ঠিত হয়। গতবারের মত এবছরও অভিযানের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে মাস্টারকার্ড। এই উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।