শ্রীপুরে ট্রাকে পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।২৯ নভেম্বর শনিবার দুপুর আড়াইটার সময় শ্রীপুরের জৈনা বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত সিফাত (১২), ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।সিফাত বন্ধুদের সঙ্গে বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় রাস্তায় ছিটকে পড়েন এবং সঙ্গে সঙ্গেই একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে সিফাতের মৃত্যু হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছেন।