রাঙ্গুনিয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দ নগর এলাকার সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।নিহতের নাম মোহাম্মদ ইমতিয়াজ (৯)। সে সৈয়দ নগর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র এবং প্রবাসী মোহাম্মদ ইয়াকুবের ছেলে।পরিবারের একাধিক সদস্যের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় চাচাতো বোনের সঙ্গে ঝগড়ার পর মা ইমতিয়াজকে বকাঝকা করেন। পরে সে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডাকাডাকিতে সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তবে শিশুটির কপালে আঘাতের চিহ্ন দেখা যাওয়ায় ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে।রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘মায়ের বকা খেয়ে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’